কবিতা

খুন হয়ে যাওয়া একেকটি দিন

নিঃশব্দ আহমদ

ডুবে যাওয়া সূর্যের দিকে তাকাতে তাকাতে বদলে যাচ্ছে দিনের খোলস
মায়ার মুখখানি কেমন নিষ্পৃহ, প্রচ্ছায়া দাপিয়ে বেড়ানো যুবা
খোঁজে দিন শেষে রাতের জৌলুস
এমনো রাত নেই, আঙ্গুল ছুঁয়ে ঝরে যাচ্ছে একেকটি বেফাঁস রাত।
পাখিটিকে রেখে এসে নীড়ে,তেপান্তরের মাঠ চষে শুনি বিবাগি সুর,
খোপ ছেড়ে পালিয়ে যাচ্ছেপা, চোখময় ধাতস্তার বীজ,
কোনোদিন সন্ধ্যায় বহু দূর থেকে এসে থেমে গেছে বাহক,
না ফেরা নামে ডাক হয়ে যাবে দীর্ঘশ্বাস।

কাউকে বলিনি,আগাম খুলে রেখো দোর
প্রতিদিন দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়েই
শুধু খুলে যাচ্ছে চোখ,মর্মাহত বুকে খরার আগুন
নিঃসঙ্গ শান্তনায় প্রবোধ আওড়িয়ে মুখস্ত করে চলি
অপেক্ষার নিছক বিজ্ঞাপন।

অতঃপর রাতদেশে, যিকিরে গেলে রই
রক্তের ভেতর স্রোত হয়ে নামে ভোর
মিছে হোক যতো,তবুও বলি সনদের বিবরণে
দুঃখ সব কেনা সুখের নামে, দোষ দেবো কার!

 

পথ

আবির স্মরণ

মৃত রাজপথে যখন পদক্ষেপ হারিয়ে ফেলি,
অলিগলিতে শুধু একটি পথই খুঁজি,
চলতে চলতে হারিয়ে ফেলি উদ্দেশ্য,
পেরিয়ে শত বাঁধা, আমি আজও নিকৃষ্ট!

মৃত চিলটা আজও চেয়ে আছে সীমানার ওপারে,
টেলিস্কোপটা পড়েই আছে অযথা বারান্দায়,
পাখিটা পাগল, আকাশ ছুঁতে চায়!
যেখানেই যার নাগাল পাওয়া ভার, তাকে সেখানেই পেতে চায়।

এই অজানা গন্তব্যে আমি আজও খুঁজে ফিরি অন্তর্নিহিত মুক্তি,
সন্তপর্ণে এগিয়ে যায় আমাদের অলিখিত চুক্তি।
ক্রমশ পুড়ে যায় তোমাদের অক্লান্ত মায়া আর আমার একরাশ ঘৃণা,
আর হ্রাস পায় আমার এলোমেলো পদক্ষেপের অন্তিম গতি।

শীতলপাটি বিছিয়ে দাও, আমায় জানাও স্বাগতম,
মৃতদের দেশে অমৃতের সন্ধান নিয়ে এসেছি আর তোমরা করছো অযথা মাতম!
তোমরা আমায় দূর করতে চাও, আর বাসতে চাও না ভালো,
আমার মতো আরও অনেক পাবে, যখন ফিকে হয়ে যাবে সব আলো।

এ কালের শেষ নেই কোথাও,
এ গন্তব্য অচেনা থাকুক আজও,
এ পথ যেন মিশে যায় অজানায়,
পথ হারিয়ে মেশে পথের ঠিকানায়।

কুয়াশা

শাহীন মাহমুদ

তুমি বললে কুয়াশা নিয়ে কবিতা লেখো
আমি আকাশের ঘুটঘুটে আঁধার পেরিয়ে
অবশেষে এটুকুই বুঝলাম
তুমি এক বিদঘুটে কুয়াশা।
কুয়াশা রেজরে হাত কেটেছো
বুক ছিঁড়েছো-ঘুমঘোরে চিৎকার করতে করতে
বললে আমি খুনি…আমি খুনি
আসলে আমি খুনি না
ভালোবাসা খুন করতে হলে
দুর্ধর্ষ প্রেমিক হতে হয়
নিরেট সত্য – কুয়াশাতে আমার ভীষণ ভয়
আসলে আমি শুধু এক ফরমায়েশি কবি।

 

পূণর্জন্ম

আজহার মাহমুদ

তুমি ছাড়া বিশ্রী এক যন্ত্রণায় যাচ্ছে দিন
প্রতিটা মুহুর্ত আমার কাটছে ভীষণ কঠিন
এই জনমে হলো না আর তোমাকে পাওয়া
তাই সৃষ্টিকর্তার কাছে আমার একটাই চাওয়া।
পূণর্জন্ম যদি হয়, আমরা যদি হই আবার সৃষ্টি
আমি হবো আকাশের মেঘ, তুমি যেন হও বৃষ্টি।

তুমি এসেছিলে?

মাজহারুল ইসলাম

দিনের আলো নিভে গেছে
বেশ ক্ষানিকটা আগে
কোজাগরী জ্যোৎস্নার তুমি এলে চুপিচুপি
আলতো করে আমাকে স্পর্শ করলে
আমি সচকিত হয়ে শক্ত আলিঙ্গনে
আকড়ে ধরলাম তোমায় রক্তখেকো জোঁকের মতো
ঠোঁটের স্পর্শে বুঝে গেলাম তুমি এসেছিলে
চলে যাওয়ার আগেই চলে গেছ
চৌকাঠ ডিঙিয়ে জলের স্রোতে
পা ডুবিয়েছ অনেক আগে।