নীরস শহরে বেহুদা প্রাণ
বশির আহমেদ
বিক্ষিপ্ত রোদ আর ধুলো উড়ো মেঘে ব্যাহত শহরের সুখ
জানি না কেমন কাটছে আলুথালু শহরে নির্লিপ্ত কাকের সংসার?
আশশেওড়ার গ্রামে বেশ সুখেই আছে কালোঝুঁটি পাখি
অলীক স্বপ্নের বাসর সাজিয়ে অস্তে যায় ধূসর বিকেল
অভিমানী কেশরাজ ফুটে থাকে অলক্ষ্য পথের ধারে।
ভাঙা জানালার গ্রিল বেয়ে বেড়ে ওঠে ঢোলকলমি জীবন
নীরস শহরে অবিশ্রান্ত স্বস্তির ঘ্রাণ খোঁজে বেহুদা প্রাণ।
অস্পৃশ্য
রেবেকা ইসলাম
কতদিন তাকে সময় নিয়ে পড়া হয়নি
পড়তে না পড়তেই শেষ হয়ে যায়
যেন অণু কবিতা, হাইকু
অথবা কাপলেট।
অপ্রকাশিত ভাবনার পাণ্ডুলিপি
দিন দিন ফুলে-ফেঁপে ওঠে,
ফ্যাকাশে পাতাগুলোর বিবর্ণ বাজারে
অস্পষ্টতার বিকিকিনি,
দিনগুলো ফুরোয় সময়ের হাত ধরে
সে হাতে ওয়ান ওয়ে টিকেট
কোনোভাবেই ফেরানো যায় না,
বাক্সের ভেতর বাক্স তার ভেতর বাক্স
তার ভেতরে তুমি, অস্পৃশ্য।