নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে করোনা ভাইরাস পরীড়্গায় আরও ১৪ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪ জন চকরিয়া, ১ জন টেকনাফ, ৪ জন পেকুয়া, ১ জন সাতকানিয়া এবং ৪ জন লোহাগাড়ার। মঙ্গলবার ১৭৬ স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট পজিটিভ হয়।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল পর্ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন।
চকরিয়া উপজেলায় ৩৪ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন। কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা রোগী শনাক্ত করা হয়নি। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।