নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার শহরের রোগীদের জন্য মঙ্গলবার থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে কক্সবাজার জেলা পুলিশ। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রম্নততম সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়া, মুমূর্ষু রোগীদের পরিবহন, জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিতদের যাতায়াতে এ এম্বুলেন্সে ফ্রী সার্ভিস দেওয়া হবে। করোনা ‘পজেটিভ’ হওয়া রোগীদের অ্যাম্বুলেন্স পেতে কক্সবাজার জেলা পুলিশের ০১৭২৭-৬৬৬৬৬৬ নম্বর মোবাইল ফোন এবং ০৩৪১-৬৪০৪৮ নম্বর টি এন্ড টি ফোনে দিতে বলা হয়েছে। ফোন ২টি রাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সিদ্ধান্তে কক্সবাজার শহরে রোগীদের জন্য এই সেবা চালু হয়েছে বলে জানা যায়।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন জানান, মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কক্সবাজারে চরম অ্যাম্বুলেন্স সংকট দেখা দিয়েছে। এর ফলে মূমুর্ষ রোগীরা দ্রম্নত হাসপাতালে আসতে পারছে না।
এতে করে অসুস’ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। কক্সবাজার শহরে অসুস্থ রোগীদের দ্রম্নত হাসপাতালে আনতে ফ্রি অ্যাম্বুলেন্স চালুর সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ সুপার।