কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

সুপ্রভাত ডেস্ক »

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতের নাম শিহাব কবির নাহিদ। বিমান ঘাঁটির পার্শ্ববর্তী সমিতিপাড়া এলাকায় তার বাড়ি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুর্বৃত্তরা কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগিন মাহমুদ সোহেল জানান, আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবককে ‘মৃত অবস্থায়’ হাসপাতালে আনা হয়। তিনি আরও জানান, নিহতের মাথার পেছনের অংশে গভীর আঘাতের চিহ্ন ছিল।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের নাম শিহাব। তিনি পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে, পেশায় ব্যবসায়ী।

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা কবির বলেন, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া পাড়া বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে এলাকাবাসী কয়েক দফায় বিক্ষোভ ও মানববন্ধনও করেছেন। আজ ওই একই ঘটনায় সংঘর্ষ হলো।