সুপ্রভাত ডেস্ক :
করোনা ভাইরাসরে কারণে র্দীঘ সময় বন্ধ থাকার পর চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। ৩০ জুলাই থেকে এ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বসোমরকি বমিান চলাচল কর্তৃপক্ষ( বেবিচক)।
করোনাভাইরাসরে বিস্তার ঠেকাদে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার চালু হলওে যাত্রী ও এয়ারলাইন্সগুলোকে মানতে হচ্ছে বেসামরিক বিমান চলাচল র্কতৃপক্ষরে স্বাস্থ্যবিধি। দূরত্ব বজায় রাখতে বেসামরকি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উড়োজাহাজরে আসন সংখ্যার র্সবোচ্চ ৭৫ শতাংশ যাত্রী বহনের নিয়ম করে দাঁড়িয়েছে।
উল্লখ্যে, করোনা ভাইরাসরে কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ১ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে বিমানবন্দরে ফ্লাইট শুরু হয়। যাত্রীদের স্বাস্থ্যগত বিষয় নিশ্চিত করতে বিমানবন্দরে স্বাস্থ্যসেবা ব্যবস্থা না থাকায় সে সময় যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরশিাল বিমানবন্দর চালু হয়নি। পরে ১১ জুন থেকে চালু করা হয়।