নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
পবিত্র ঈদুল ফিতরের জামাত কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ জেলার কোথাও কোন খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে মসজিদে স্বাস্থ্যবিধি ও সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে।
বৃহস্পতিরবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম হলরুমে ঈদুল ফিতর ও জমায়েত বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঈদুল ফিতরের প্রস’তি ও জামাত বিষয়ক এ সভায় সভাপতির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, প্রয়োজন হলে একই মসজিদে পৃথক ইমাম-মুয়াজ্জিন দিয়ে একাধিক ঈদুল ফিতরের জামাত করা যাবে। মসজিদের ফ্লোরে কোন কার্পেট বা গালিচা বিচানো যাবেনা। সভায় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।
তৎমধ্যে, খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে। মসজিদে ১ ঘণ্টা পর পর একাধিক জামাত হবে। প্রতি জামাতে পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন। প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে। মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। মুসলস্নীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।
সভায় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোলস্না, ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধি, ইমাম সমিতির প্রতিনিধি, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিনিধিসহ সংশিস্নষ্ট সকলে উপস্থিত ছিলেন।