কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সুপ্রভাত ডেস্ক »

কক্সবাজারের পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১২ মে) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা

মনির উদ্দিন ওরফে মনু একই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শিলখালী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে, পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।’