নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বালিয়াড়ি থেকে আরও ২৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন ও উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতের সুগন্ধা থেকে লাবনী পর্যন্ত অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করে। এর আগে ১০ অক্টোবর একই স্থান থেকে আরও ৪১৭ দোকান উচ্ছেদ করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ছোট-বড় ২৬০টি দোকান উচ্ছেদ করা হয়।
এ প্রসঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার জানান, ১০ অক্টোবর সৈকতের ৪১৭টি দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু মহামান্য আপিলেট ডিভিশন কর্তৃক ২৩৩টি দোকানকে মালামাল সরিয়ে নেয়ার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময় দেয়া হয়। তাই সোমবার ২৩৩টি দোকানসহ মোট ২৬০টি দোকান উচ্ছেদ করা হয়।