ওসি প্রদীপের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

সুপ্রভাত ডেস্ক »

টেকনাফে বহুলোচিত মেজর সিনহা হত্যাকান্ডের আসামি ওসি প্রদীপ, তার বোন রতœা বালা,বেবি চৌধুরী, সুমন চৌধুরী, রনজিত চৌধুরী, মো. নবী, সুজিত চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজীম রনির বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের মহিউদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তিনি চট্টগ্রাম নগরের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্য তিনি বলেন, ‘ওসি প্রদীপ জবর দখল করে আমাদের ক্রয়কৃত জমির উপর রাতের আধারে বসতি স্থাপন করেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে আমাদের ক্রয়কৃত জায়গার নামে হয়রানিমূলক মিথ্যা মামলার আসামি করার ভয়ভীতি প্রদর্শন করেন।

তিনি আরো বলেন, ‘আমাদের ক্রয়কৃত জায়গা আমাদেরকে আইনগতভাবে বুঝিয়ে দেওয়া হোক। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কে এম আলী আকবর, মো.আসিফ চৌধুরীসহ ভুক্তভোগী পরিবারের সকল সদস্য।