সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »
টানা ৯ ম্যাচ হারের পর রোববার জয়ের দেখা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, যা ছিল পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। বহুল প্রত্যাশিত জয়ের মাধ্যমে পাকিস্তানিদের সাথে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছিল ক্যারিবীয়রা। ফলে সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। কিন্তু নিজেদের জয়ের ধারা লম্বা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ পরই ফের হারের খোলসে ঢুকে পড়েছে তারা। শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সোমবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান করে পাকিস্তান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রান করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের কাছের হারের পর এশিয়া কাপের আগে ঘুরে দাঁড়ানোটা জরুরি ছিল পাকিস্তানের। অবশেষে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে সেটি বেশ ভালোভাবেই করেছে সালমান আলি আগার দল। পাকিস্তানের বড় পুঁজি জোগাড় করেছে দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে। ওপেনিংয়ে ১৩৮ রানের জুটি করে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন তারা। ৫৩ বলে ৭৪ রান (৩ চার ৫ ছক্কা) করে ফারহান আউট হলে এই জুটি ভাঙে। আইয়ুব সাজঘরে ফেরেন ৪৯ বলে ৬৬ রান (৪ চার ২ ছক্কা) করে। তার আগে দ্রুত বিদায় নেন হাসান নওয়াজ (৭ বলে ১৫) ও মোহাম্মদ হারিস (২ বলে ২)। খুশদিল শাহ ৬ বলে ১১ ও ফাহিম আশরাফ ৩ বলে ১০ রানে অপরাজিত থাকেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেন অ্যালিক অ্যাথানেজে। শারফেন রাদারফোর্ড ৩৫ বলে ৫১ (৪ চার ৩ ছক্কা), ওপেনার জুয়েল অ্যান্ড্রু ১৫ বলে ২৪ রান করেন।