নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি »
মিয়ানমারের মর্টারশেল এসে পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মধ্যমপাড়ায়।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মর্টারশেলটি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়ির উঠানের আমগাছে লেগে মাটির নিচে ঢুকে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান এমকেএম জাহাঙ্গীর আজিজ।
জানা গেছে, সকাল ৬টা থেকে ঘুমধুম সীমান্তের ওপারে ঢেকোবুনিয়া এলাকার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি-২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্প এলাকায় তীব্র গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল।
এলাকাবাসী জানান, ঘুমধুমের বেতবুনিয়া বাজার থেকে পূর্ব দিকে পাহাড়ের ওপর মধ্যমপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বসতঘর। মঙ্গলবার সকাল থেকে ওপারের ঢেকোবুনিয়া এলাকার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্প রয়েছে। ঠিক সেখান থেকে সকাল ৯টার দিকে একটি মটরশেল এসে পড়েছে ছৈয়দ নুরের বাড়ির আঙ্গিনায়।
তারা আরও জানান, সীমান্তের তুমব্রু এলাকার ওপারে সপ্তাহজুড়ে যুদ্ধের গোলাগুলি, মর্টারশেল, গ্রেনেডের আওয়াজ শুনে আসছিলাম।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, একটি মর্টারশেল এসে ছৈয়দ নুর নামক এক ব্যক্তির বসতঘরের পড়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
এ মুহূর্তের সংবাদ