ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতির বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন আগামীকাল

সুপ্রভাত ডেস্ক »

জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি বিষয়ে জানাতে আগামীকাল সোমবার (২৬ মে) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ।
‎রোববার (২৫ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার বিকাল ৩ টায়, জাতীয় সংসদ ভবনের এলডি হলে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

‎উল্লেখ্য, ঐকমত্য গঠনে রাজনৈতিক দলের সঙ্গে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরইমধ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশনের ৬ মাসের সময় প্রায় অর্ধেকটা সময় এসে কাজের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

‎ইতোমধ্যে কমিশন প্রথম পর্যায়ে ৩৩টি দলের সঙ্গে আলোচনা করেছে। কমিশনে চলতি মাসেই দ্বিতীয় ধাপের আলোচনায় বসতে পারে বলে জানা গেছে।