সুপ্রভাত ডেস্ক »
জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি বিষয়ে জানাতে আগামীকাল সোমবার (২৬ মে) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ।
রোববার (২৫ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার বিকাল ৩ টায়, জাতীয় সংসদ ভবনের এলডি হলে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
উল্লেখ্য, ঐকমত্য গঠনে রাজনৈতিক দলের সঙ্গে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরইমধ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশনের ৬ মাসের সময় প্রায় অর্ধেকটা সময় এসে কাজের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
ইতোমধ্যে কমিশন প্রথম পর্যায়ে ৩৩টি দলের সঙ্গে আলোচনা করেছে। কমিশনে চলতি মাসেই দ্বিতীয় ধাপের আলোচনায় বসতে পারে বলে জানা গেছে।