সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। করোনা অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ^ অর্থনৈতিক মন্দার কবলে। এমন এক সময়ে সরকার যে বাজেট ঘোষণা করেছে তা ব্যবসাবান্ধব ও গণমুখী।
তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান, শিল্প, শিক্ষা, জননিরাপত্তা ও প্রতিরক্ষাখাতসহ বেশ কয়েকটি খাতকে গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেন তাতে জনকল্যাণে ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে। এ বাজেট দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে।
মেয়র অতিমারির বিশ^ মন্দার মধ্যে দেশের উন্নয়ন ও জনকল্যানমুখী বাজেট ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ ন ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি