রকিবুল আলম চৌধুরী
সহসভাপতি, বিজিএমইএ
হরতাল-অবরোধের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন। কারণ আমরা তো আসলে টাইম বন্ডের মাধ্যমে চলি, একটি নির্দিষ্ট সময়েয মধ্যে পণ্য তৈরি করে পাঠাতে হয়। এই টাইম বন্ডের মধ্যে যদি আমরা আমাদের পণ্য পাঠাতে না পারি তাহলে আমাদের বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়তে হয়। আমাদের ব্যবসার বিগ সিজনটা আসছে সামনে জানুয়ারি-ফেব্রুয়রিতে। এ সিজনের এখন বুকিং টাইম চলছে।
এ অবস্থায় এখন যদি এ ধরনের অস্থিরতা চলে তাহলে আমাদের অর্ডার অনেক কমে যাবে। এছাড়া, আমাদের প্রতিযোগী দেশ যেমন-ভিয়েতনাম, কম্বোডিয়া ওরা কিন্তু এসব অর্ডার তখন লুফে নিবে। এভাবে আমরা যদি একবার আমাদের বাজার হারিয়ে ফেলি তাহলে সেটাকে আবার ফিরিয়ে আনা অনেক কষ্ট হবে। তাই আমরা প্রত্যাাশা করবো সহিংসতা এবং অরাজকতামুক্ত একটি পরিবেশের নিশ্চয়তা। তাহলে আমরা এ খাতকে বাঁচিয়ে রাখতে পারবো।