সুপ্রভাত ডেস্ক :
উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা সংসদীয় আসনের এমএ লতিফ এমপি। শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়। সংসদ সদস্য এমএ লতিফের ব্যক্তিগত সহকারী মো. ইকবাল জানিয়েছেন, সাংসদ এমএ লতিফ জটিল কোন সমস্যা নেই। দীর্ঘদিন ধরে হৃদরোগে থাকায় নিয়মিত চেকআপের প্রয়োজনে ব্যাংকক গেছেন বলে জানিয়েছেন তিনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দও থেকে সাংসদ এমএ লতিফকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে যায়। এয়ার অ্যাম্বুলেন্সে করে এমএ লতিফের সহধর্মিনীও থাইল্যান্ড গেছেন।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, শুক্রবার সকাল ১১টায় সংসদ সদস্য এমএ লতিফকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সাংসদের স্ত্রীও সাথে গেছেন। চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বলে জানিয়েছেন তিনি।