সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »
চলতি মাসের ২৪ তারিখ ঢাকায় বসার কথা রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। তবে এই সভায় অংশ নেবে না ভারতসহ আরো কিছু সদস্য বোর্ড- এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশ রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে পরিবর্তন এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের বরাতে জানিয়েছে, ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়া এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ। ভারত না আসলেও সভাটি ঢাকায় আয়োজনে আগ্রহী পিসিবির সভা মহসিন নাকভি। তবে তা আলোর মুখ দেখবে কি না তা বলা মুশকিলই। কারণ ইন্ডিয়া টুডে আরো জানিয়েছে, ভারতের পাশাপাশি আরো কয়েকটি দেশ এই সভা বর্জন করেছে। যাদের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান।
সংবাদমাধ্যমটিকে সূত্র জানিয়েছে, ‘এসিসি এবং চেয়ারম্যান নাকভিকে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিসিআই। ভেন্যু পাল্টানোর বিষয়ে তারা ব্যক্তিগতভাবে অনুরোধও করেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।’
বোর্ডগুলোর এমন অবস্থানে শঙ্কায় পড়ে গেছে এশিয়া কাপ। এসিসির সভা গুরুত্বপূর্ণ দেশগুলো না আসলে এতে করে সংস্থাটি গঠনতন্ত্র অনুসারে নতুন সিদ্ধান্ত গৃহীত হলে তা অকার্যকর হয়ে যেতে পারে। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। আগামী সেপ্টেম্বরে বসার কথা এবারের আসর। আয়োজন না করলে বিকল্প হিসেবে আরব আমিরাতের নাম রয়েছে আলোচনায়।
ইন্ডিয়া টুডেকে সূত্র আরও জানিয়েছে, এশিয়া কাপ নিয়ে ভারতকে চাপে রাখতেই এসিসির সাধারণ সভার ভেন্যু ঢাকা থেকে অন্য কোথাও নিতে চাইছেন না সংস্থাটির চেয়ারম্যান নাকভি। আর মাত্র পাঁচ দিন আছে হাতে। ভেন্যু পাল্টানোর বিষয়ে এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সভার জন্য বেশিদিন বাকি নেই, পাশাপাশি বোর্ডগুলোর এমন অবস্থানে সবমিলিয়ে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে এশিয়া কাপ।