নগরীর নন্দনকানস্থ আর এফ পুলিশ প্লাজায় ষষ্ঠ তলায় বাঙালিয়ানার স্বাদে যাত্রা শুরু করেছে এরাবিয়ান নাইটস্। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ রেস্টুরেন্টটির উদ্বোধনের পর থেকে এটির যাত্রা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী অধীর দাশ। স্বাগত বক্তব্য রাখেন এরাবিয়ান নাইটস্ এর স্বত্বাধিকারী সাংবাদিক অনিক দাশ।
এ সময় তিনি বলেন, আপনার পছন্দের ঘরোয়া খাবার নিয়েই সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটি। মনোরম পরিবেশে বাঙালিয়ানার স্বাদ নিতে চলে আসুন এ রেস্টুরেন্টে। এ রেস্টুরেন্টে থাকছে সব ধরনের দেশীয় খাবারের পাশাপাশি, থাই, চাইনিজসহ বিভিন্ন দেশরে মুখরোচক খাবার। উপস্থিত ছিলেন, সাংবাদিক বিশ্বজিৎ পাল, সাবেক কাউন্সিলর জহরলাল হাজারীর সেক্রেটারি প্রতাপ, আলোকচিত্রী সমীরণ পাল, আর এফ পুলিশ প্লাজার কল্যাণ ট্রাস্টের ইনচার্জ এস আই জাহাঙ্গীর, মশিউর, ফজলে রাব্বি, রিগেন, নাজির, আশরাফ, ব্যবসায়ী তরুণ, শহিদুল গণি, খলিল, মানিক, আবদুল কাদের, মো. মাসুম মো. রানা, মো. পারভেজ প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর