নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এম এ সালাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকালের দিকে চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: আফতাবুল ইসলাম সুপ্রভাতকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে তিনি নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার চমেকে ভর্তি হন। তখন তিনি জ্বর, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানা গেছে।
চমেকের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম আরো বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান গত ২৫ জুন হাসপাতালে ভর্তি হওয়ার আগে করোনার নমুনা দিয়েছিলেন। সেখান থেকে তাকে (জেলা পরিষদ চেয়ারম্যান) মোবাইল ফোনে করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়।
তিনি বর্তমানে চমেকের কেবিনে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে এম এ সালাম সুপ্রভাতকে জানিয়েছিলেন প্রায় সুস্থ আছে এবং ভালো আছেন।