নিজস্ব প্রতিবেদক :
এবার করোনায় আক্রান্তদের ঘরে ঘরে ওষুধ পৌঁছে দিতে ‘আমার ফার্মেসি’ নামে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন আলোচিত কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। মঙ্গলবার থেকে এর কাজ শুরু হচ্ছে। থানার হটলাইন ‘০১৮৭০ ৭০০৭০০’ নম্বরে ফোন করলে স্বেচ্ছাসেবকরা সংশ্লিষ্ট ব্যক্তির বাসায় গিয়ে ওষুধ পৌঁছে দিবেন। তবে ওসি মহসীন জানান, প্রেসক্রিপশন ছাড়া এবং কোর্সের অতিরিক্ত কোন ওষুধ বিক্রি করবে না ‘আমার ফার্মেসি’।
ওসি মহসীন জানান, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কৃত্রিম সঙ্কট সৃষ্টি এবং অতিরিক্ত দাম নিচ্ছেন। তাদের অপতৎপরতা ঠেকাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেন তিনি। ‘আমার ফার্মেসি’তে সব ধরনের ওষুধ মিলবে ১৫ শতাংশ কম দামে।
ওসি মহসিনের এ কাজে সহযোগিতা করছে বাইক স্টান্ট গ্রুপ ‘বিএম রাইডার্স’। এরআগে ‘হ্যালো ওসি’ সেবা চালু করে সারাদেশে জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে আলোচনায় আসেন ওসি মোহাম্মদ মহসীন।
স্বদেশ