সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
উয়েফা নেশন্স লিগের এবারের আসরে ইংল্যান্ডের দুর্দশা চলছেই। আবারও তারা হেরে গেছে হাঙ্গেরির বিপক্ষে। গ্যারেথ সাউথগেটের দলকে তাদের মাঠেই ¯্রফে গুঁড়িয়ে দিয়েছে হাঙ্গেরি।
উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ঘরের মাঠ মলিনিউ স্টেডিয়ামে গত মঙ্গলবার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচটি ৪-০ গোলে হেরেছে ইংল্যান্ড। ১৯২৮ সালের পর ঘরের মাঠে তাদের সবচেয়ে বড় হার এটি। নেশন্স লিগে চার ম্যাচ খেলে জয়শূন্যই রইল ইংল্যান্ড। ২০১৪ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে জয়ের মুখ দেখল না ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ীরা।
আসরে প্রথম তিন ম্যাচে তারা গোল করতে পারে স্রেফ একটি, আর পয়েন্ট পায় দুটি। বিশ্বকাপের বছরে দলের এমন পারফরম্যান্স কোচ সাউথগেটের জন্য নিশ্চিতভাবেই বড় দুর্ভাবনার।