এবার অস্ট্রেলিয়ার আরেকটি রেকর্ড

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আইসিসির সহযোগি সদস্য দেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজকে রেকর্ড গড়ার মঞ্চ হিসেবে ব্যবহার করতে ব্যস্ত অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে-র ৬ ওভারে ১১৩ রান তুলে অস্ট্রেলিয়া যেমন দলগত বিশ্বরেকর্ড গড়েছে, তেমনি পাওয়ার প্লে-র মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন ট্র্যাভিস হেড। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন জশ ইংলিস। তিনি ভেঙে দেন সাবেক অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ, মারুকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ও নিজেরই গড়া রেকর্ড। ৪৩ বলে সেঞ্চুরি করেন ইংলিস। অস্ট্রেলিয়ার হয়ে আগের দ্রুততম সেঞ্চুরি ছিল ৪৭ বলের। শুক্রবার এডিনবরায় স্কটল্যান্ডকে বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭০ রানের ব্যবধানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সে সঙ্গে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নেয় অসিরা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৬ রান। জবাবে ১৬.৪ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। খবর জাগোনিউজ