এপ্রিলে ক্লাব কলেজিয়েট স্পোর্টস কার্র্নিভ্যাল

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘ক্লাব কলেজিয়েট স্পোর্টস কার্নিভাল, ২০২৫’। পাঁচটি ইভেন্ট নিয়ে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। যেসব ইভেন্টে খেলা হবে সেগুলো হচ্ছে ফুটসাল, সিক্স এ সাইড ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও দাবা।
ক্লাব মেম্বারসহ যারা ২০১০ সাল বা তার পূর্বে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাশ করেছেন কেবলমাত্র তারাই ক্লাব কলেজিয়েট স্পোর্টস কার্নিভালে অংশগ্রহণ করতে পারবেন। দলগত ইভেন্টে দল নির্ধারণ করা হবে এন্ট্রিভুক্তদের নিয়ে প্রতিনিধি সভার মাধ্যমে। একক ইভেন্টগুলোতে সরাসরি আগ্রহীরা অংশ নিতে পারবেন। দ্বৈত ইভেন্টের ক্ষেত্রে পার্টনারের নাম উল্লেখ করতে হবে।
অংশগ্রহণে ইচ্ছুক আগ্রহীদের প্রেসক্লাব ভবনের ৬ষ্ঠ তলায় ক্লাব কলেজিয়েটের অফিসে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এন্ট্রি জমা নেয়ার শেষ তারিখ ২৫ মার্চ, ২০২৫।