এনবিআর এর কাছে দ্রুত ও ঝামেলামুক্ত সেবা চাইল বিজিএমইএ নেতৃবৃন্দ

চট্টগ্রাম কাস্টমস্ হাউজ এর সম্মেলন কক্ষে বিজিএমইএ নেতৃবৃন্দ এনবিআর এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খাঁন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর নেতৃত্বে গত বুধবার বিজিএমইএ নেতৃবৃন্দ এনবিআর এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খাঁন এর সাথে কাস্টমস্ হাউজ, চট্টগ্রাম-এর সম্মেলন কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এম. এহসানুল হক, মোহাম্মদ মুসা, আমজাদ হোসেন চৌধুরী, মোস্তফা সরওয়ার রিয়াদ, রাকিব আল নাসের, গাজী মোঃ শহীদউল্লাহ, প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ, এস.এম. আবু তৈয়ব, নাসিরউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, প্রাক্তন পরিচালক এ.এম. মাহাবুব চৌধুরী, অঞ্জন শেখর দাশ ও চট্টগ্রাম কাস্টমস্ হাউজ-এর কমিশনার মোঃ জাকির হোসেন সহ কাস্টমস্ হাউজ-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এনবিআরএর চেয়ারম্যানকে বিজিএমইএ’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোশাক শিল্পের বর্তমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন বৈশ্বিক অর্থনীতিতে মহামন্দার ফলে বিশ্বে তৈরি পোশাক শিল্পের চাহিদা কমে গেছে। দেশে দেশে মুদ্রাষ্ফীতির ফলে দর পতন ঘটেছে পণ্যের। পক্ষান্তরে শিল্পের উৎপাদন ব্যয় বেড়ে গেছে কয়েকগুন, যার প্রভাব পড়েছে আমাদের রপ্তানিতে। ইতোমধ্যে তৈরি পোশাক খাতের বড় দুই বাজার সহ প্রায় সব দেশেই রপ্তানি কমেছে উল্লেখযোগ্য হারে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের বিশ্বে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে কাস্টমস্ প্রক্রিয়াগুলোকে আরো সহজীকরণ, দ্রুততম ও হয়রানিমুক্ত করার জন্য এনবিআর এর সার্বিক সহায়তা আশা করেন।

এনবিআর এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খাঁন বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। তিনি বিজিএমইএ এর প্রতিনিধি দলকে পোশাক রপ্তানিকারকদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এনবিআর এর সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি