জেএসইউএস এর শিক্ষা সংলাপ
যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উদ্যোগে গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে সকাল ১০ টায় এক শিক্ষা সংলাপ এর আয়োজন করা হয়। শিক্ষা সংলাপে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এস এম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক, মোহাম্মদ শহীদুল আলম, মো. শহীদুল ইসলাম, মাধবী বড়–য়া. উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম , মোহাম্মদ রফিকুল আলম, সভাপতি যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা। সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনা এবং নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে শিক্ষা সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার পরিচালক সাঈদুল আরেফীন,
এরপর মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষা গবেষক শামসুদ্দিন শিশির, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর,এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পারফর্মিং আর্টস বিভাগের কোঅর্ডিনেটর অধ্যাপক মাসুদুর রহমান, সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, সাংবাদিক কাশেম শাহ, শফিকুল ইসলাম খান, সালেহ জহুর সিটি কর্পোরেশান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু ভৌমিক, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমন উল্লাহ বাহার, ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা আফরোজা ইয়াসমিন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রতিনিধি উপজেলা প্রোগ্রাম অফিসার মর্জিনা বেগম,ঢাকা আহসানিয়া মিশনের প্রোগ্রাম জেলা কার্যক্রম ব্যবস্থাপক এসএম কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম জাকারিয়া বলেন এডুকেশন প্ল্যান বাস্তবায়নে সবার সহযোগিতা , মূল্যবোধ এবং দায়িত্ব পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, এসএমসি ,গবেষক,সমাজকর্মী এবং দেশের সেবায় নিয়োজিত ব্যাক্তিদের জীবন মান উন্নয়নে অবদান রাখতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের উপ কার্যক্রম ব্যবস্থাপক মো. আব্দুর রউফ, কার্যক্রম কর্মকর্তা সামছুন নাহার বেগম,সাংবাদিক বিপুল বড়–য়া। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন এর সভাপতির বক্তব্যের মাধ্যমে শিক্ষা সংলাপ শেষ হয়। বিজ্ঞপ্তি