সুপ্রভাত ডেস্ক »
এজলাস পুড়ে যাওয়ায় পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার শুনানি হচ্ছে না বকশি বাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) ভোররাতে পুড়ে যাওয়া আদালতে বিচারকার্য পরিচালনা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আদালতের পুড়ে যাওয়া এজলাস পরিদর্শন করেছেন বিস্ফোরক মামলার পরিচালনাকারী বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়াসহ রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন।
এই মামলার শুনানি কোথায় হবে তা বিচারক, আসামিপক্ষের আইনজীবীদের সাথে আলোচনা করে জানানো হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ বোরহান উদ্দিন।
তবে কীভাবে আদালতের এজলাসে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে লালবাগ ফায়ার সার্ভিস।