এখন টি-টেনেই সব মনোযোগ সাকিবের

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

সাকিব আল হাসান দেশের হয়ে আর খেলবেন, নাকি খেলবেন না। যেন সমুদ্র হাতড়ে মুক্তো বের করে আনার মতো ব্যাপার। এবার খোদ সাকিবকেই করা হলো এই প্রশ্ন। জবাবে সাকিব সাফ জানিয়ে দিলেন- দেশের হয়ে খেলা নিয়ে আপাতত ভাবতেই চান না, মনোযোগের ১০০ ভাগই রাখছেন আবুধাবি টি-টেনে। আবুধাবি টি- টেনের সুবাদে রীতিমত তারকার মেলা বসেছে আরব আমিরাতে। সাকিবের দল বাংলা টাইগার্সেই তো সুপারস্টারদের মিলনমেলা। রশিদ খান, দীনেশ কার্তিক- তারা আবার খেলছেন সাকিবেরই নেতৃত্বে। হেভিওয়েট এই টুর্নামেন্টকে সামনে রেখে সাকিব তাই জাতীয় দলের জার্সিতে ফেরার ভাবনা আড়াল করে রাখলেন। সব মনোযোগ এই টুর্নামেন্টেই।
আবুধাবি টি-টেন শুরুর আগে অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়, কবে দেশের হয়ে ফিরছেন মাঠে। জবাবে সাকিব বলেন, ‘এই টুর্নামেন্টের পরে দেখা যাক’ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে থেকে এখনও অবসর নেননি সাকিব। সে হিসেবে খেলার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখা যাবে কি না, এই প্রশ্ন করলে সাকিব কিছু খোলাসা না করে জানান, ‘এখন এই টুর্নামেন্টেই পুরো মনোযোগ রাখছি আমি।’
এ সময় বাংলা টাইগার্স নিয়ে সাকিব বলেন, ‘পরিকল্পনা এখানে বললে তো জানানো হয়ে যাবে। এখানে সব দলই বেশ শক্তিশালী, সবাই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে। আমাদের একই লক্ষ্য। ভারসাম্যপূর্ণ, ভালো দল আমাদের, যা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে।’
সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স ছাড়াও টি-টেন লিগে অংশ নিচ্ছে আরও ৯টি দল। ডেকান গ্ল্যাডিয়েটর্স এবারো খেলবে নিকোলাস পুরানের নেতৃত্বে। কাইরন পোলার্ড নেতৃত্ব দেবেন নিউইয়র্ক স্ট্রাইকার্সকে। ট্রেন্ট বোল্ট নর্দার্ন ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। চেন্নাই ব্রেভস জাগুয়ার্সের নেতৃত্বে আছেন থিসারা পেরেরা। দিল্লী বুলসের অধিনায়ক রভম্যান পাওয়েল। টিম আবুধাবিকে নেতৃত্ব দেবেন ফিল সল্ট। মরিসভিলে স্যাম্প আর্মিকে নেতৃত্ব দেবেন রোহান মোস্তফা। ইউপি নবাবের অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ। আর আজমান বোল্টের অধিনায়ক মোহাম্মদ নবী। সূত্র- বিডিক্রিকটাইম