সুপ্রভাত ডেস্ক »
যান্ত্রিক গোলযোগের কারণে পুরো চট্টগ্রাম জেলায় এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। গতকাল শনিবার বিকাল ৪টা ৪২ মিনিটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হাটহাজারী অংশে ২৩০ কেভি (কিলোভোল্ট) গ্রিডে একটি ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণ হলে পুরো জেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকাল সাড়ে ৫টা থেকে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ১০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরেনি। রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে চট্টগ্রাম পিডিবির কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘সিটিতে (কারেন্ট ট্রান্সফরমার) বিস্ফোরণে পর পুরো চট্টগ্রাম পাওয়ার আউট হয়ে যায়। এসময় ন্যাশনাল গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিকাল সাড়ে ৫টার দিক থেকে আমরা আবার রিকভার করতে শুরু করি। এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ এলাকা কভার করা (পুনরায় বিদ্যুৎ সরবরাহ দেয়া) সম্ভব হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
একে যান্ত্রিক সমস্যা উল্লেখ করে মো. রেজাউল করিম বলেন, ‘এরকম গোলোযোগ হতে পারে। আমরা দ্রুত রিকভার করেছি।’
এদিন বিকালে বিপিডিবি’র হাটহাজারী অংশের গ্রিডে বিস্ফোরণের পরপর পুরো নগরীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ‘পাওয়ার আউট’ হয়। তবে নগরীর বাসিন্দারা তখনও বুঝতে পারেননি কী হচ্ছে।
নগরীর জামালখান এলাকার বাসিন্দা মো. আইয়ুব বলেন, দেড়টার দিকে একবার লোডশেডিং হয়। পরে আবার আসে। বিকালে হঠাৎ করে ঘরের সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ আসে মাগরিবের আজানের সময়।
রোজার সময়ে দিনের শেষ ভাগে বিদ্যুৎ বিভ্রাটে তীব্র গরমে কষ্ট হয়েছে বলে নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা শাহিদুল ইসলাম।