‘এই জয় তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে’

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

লঙ্কানদের বিরুদ্ধে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দারুণ নেতৃত্ব, উইকেট কিপিং আর ব্যাটের ধার দেখিয়ে সিরিজ সেরা হয়েছেন অধিনায়ক লিটন দাস। সিরিজ জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, আমাদের দল যেভাবে খেলেছে, আমি খুব খুশি। ছেলেরা তাদের ক্যারেক্টার দেখিয়েছে। বিশেষ করে আমরা প্রথম টি-টোয়েন্টিতে যেমন খারাপ খেলেছিলাম। বুধবার শেষ ম্যাচে টস জিতলে আমরাও ব্যাটিং নিতাম। কারণ আমাদের ভালো একটা বোলিং আক্রমণ আছে। শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ই নয়, শ্রীলঙ্কার মাটিতেও এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। লিটন মনে করেন, এটা বড় এক অর্জন। তিনি বলেন, আমার মনে হয়, বাংলাদেশের জন্য এটা বড় এক অর্জন। এই জয় আমাদের ক্রিকেট এবং তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে। আমাদের স্বপ্ন অনেক বড় এবং এটা সাহায্য করবে। মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে শেখ মেহেদীকে একাদশে খেলানো প্রসঙ্গে লিটন বলেন, আমার বিশ্বাস ছিল এই পিচে সে ভালো করবে। এজন্যই তাকে খেলানো হয়েছে। এটার মানে এমন না যে, মেহেদী হাসান মিরাজ খারাপ খেলোয়াড়। পিচের কথা ভেবেই এই সিদ্ধান্ত।