সুপ্রভাত ডেস্ক »
২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী রোববার। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের ফল প্রকাশের তারিখ সম্পর্কে নিশ্চিত করেছেন।
মহামারীর মধ্যে যে ১৪ লাখ শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তাদের উৎকণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে আর তিন দিন পর।
নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৮ মাস পর গত বছর ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা নেওয়া হয়। এতে মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হয়। বাংলা ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়ে কোনো পরীক্ষা নেওয়া হয়নি।
বিশেষ পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় কমিয়ে আনা হয় দেড় ঘণ্টায়।
পরীক্ষা না নেওয়ায় বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা হবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা হয়নি। আগের পাবলিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়ে সেবার ফল ঘোষণা করা হয়েছিল।