উপদেষ্টা ফারুক ই আজম আজ নগরের ড্রেনেজ সিস্টেম এবং খালের কাজ পরিদর্শন করবেন

ফাইল ছবি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক আজ রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন খালের কাজের জন্যে বহদ্দারহাটে স্থাপনা অপসারন, বারইপাড়া খাল খননের অগ্রগতি, কদমতলী ও বারেক বিল্ডিং এলাকায় ড্রেনেজ সিস্টেম পরিদর্শন করবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ে উপদেষ্টার সঙ্গে থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, বিভাগীয় কমিশনার, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ।