সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
২০২২ কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘আল রিহলা’ উন্মোচন করা হয়েছে। ফিফা বিশ্বকাপের জন্য এ নিয়ে ১৪তম সফল বল তৈরি করার কৃতিত্ব দেখালো বিশ্ব ক্রীড়াঙ্গনের সামগ্রী প্রস্তুতকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিডাস। খবর : ডেইলিবাংলাদেশ’র।
কাতার বিশ্বকাপের জন্য এডিডাস ডে বলটি তৈরি করেছে তা অন্য সব বিশ্বকাপের চেয়ে দ্রুতগতিতে চলতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। বলটি একইসাথে উচ্চ গতিসম্পন্ন। অ্যারাবিক শব্দ ‘আল রিহলার অর্থ হচ্ছে ‘ভ্রমণ’। বলটি কাতারের পতাকা, নির্মাণশৈলী ও আইকনিক নৌকার থেকে অনুপ্রাণীত হয়ে তৈরি করা হয়েছে। বিশ্বকাপের প্রথম দল হিসেবে পানির জন্য সহনীয় কালি ও আঠা দিয়ে বলটি তৈরি করা হয়েছে। পরিবেশকে মূলমন্ত্র হিসেবে ধরে বলটি ডিজাইন করা হয়েছে। বলটির আকারেও কিছুটা ভিন্নতা আনা হয়েছে যা মাঠের গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বলটি উচ্চ মাত্রার সঠিকতা ও মাঠের সাথে পুরোপুরি মানিয়ে নেবার মত ক্ষমতাসম্পন্ন।