মতবিনিময় সভা
উন্নয়নের মহাসড়কে থাকা চট্টগ্রামের মানুষ আর কোন ভুল করতে পারে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
৩৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করিম চৌধুরী আরো বলেন, দেশ আজ মধ্য আয়ের দেশে প্রবেশ করেছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার অপ্রতিরোধ্য গতি বিশ্বকে অবাক করে দিয়েছে। এ অভিযাত্রা আর থামানো যাবেনা। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলদের নির্বাচিত করে বাণিজ্যিক মহানগরী ও আধুনিক সেবামান সম্পন্ন চট্টগ্রাম গড়ার পথকে মসৃণ করতে হবে। আওয়ামী লীগের বিজয় মানে জনতার বিজয়, উন্নয়নের বিজয়।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলর পার্থী গোলাম মোহাম্মদ চৌধুরী, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি