জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভা
নগরীর মোমিন রোডের একটি কমিউনিটি সেন্টারে ২১ নম্বর জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সমর্থনে ভোট কেন্দ্র কমিটি ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু হাশেম বাবুলের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, মহানগর আওয়ামী লীগ নেতা প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী, সাবেক ছাত্রনেতা রাশেদুল আলম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মো. সাহাবুদ্দীন, মো. জাহাঙ্গীর আলম, মো. সৈয়দুল আলম, আহমদ সোবহান, মো. জাহাঙ্গীর মোস্তফা, মো. ইসমাইল হোসেন, শেখ সাইফুদ্দীন খালেদ রানা, নবুওয়াত আরা সিদ্দিকী, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, রঞ্জন রশ্মি বড়–য়া, শাহনারা বেগম, মো. ইমতিয়াজ হোসেন, আবু ফরহাদ চৌধুরী সাহাবু, হাজী মুন্সি মিয়া, আহসান উল্লাহ খোকন, আসহাব রসূল চৌধুরী জাহেদ, তৌহিদুর রহমান, শরফুদ্দীন মাহি, কাঞ্চন চৌধুরী, সাইদুল হক, ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, মো. হুমায়ুন, মহরম হোসাইন, মো. সালাউদ্দিন, নুরুল আমিন টুকু, সুচিত্রা গুহ টুম্পা, পূর্ণিমা বড়ুয়া, ফেরদৌস জাহান, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ইমু, জহিরুল ইসলাম মঞ্জু, ইসমাইল হোসেন লিটন, মো. শফিক, দেলোয়ার হোসেন, মো. হায়দার, বিকাশ দাশ, অনিক রুদ্র জ্যোসি, মো. মনির হোসেন, মো. জসিম, আরাফাত জাহেদ অনিক প্রমুখ।
প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী দেশের সার্বিক দিক বিবেচনায় এনে ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান।
প্রধান বক্তা এ এম রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী পরিবারের সক্রিয় সদস্যদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের উজ্বীবিত করে ভোট কেন্দ্রে আসার নিরলস প্রচেষ্টা চালাতে হবে। তিনি উন্নয়নের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি