উদীচী চট্টগ্রাম জেলা সংসদের প্রতিষ্ঠাকালীন দুই সংগঠক মৃদুল সেন এবং ওস্তাদ মিহির নন্দীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা দুই প্রয়াত সংগঠকের নীতি-আদর্শকে সমুন্নত রেখে সংস্কৃতির সংগ্রাম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
৩১ মে রাতে নগরীর চেরাগি পাহাড়ে সংগঠনের কার্যালয়ে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ এ স্মরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ।
সভায় বক্তারা বলেন, মৃদুল সেন এবং সঙ্গীতগুরু মিহির নন্দী সম্মুখে না থেকেও অভিভাবক হিসেবে উদীচীর শিল্পী-সংগঠকদের ছায়া দিয়ে যাচ্ছেন। সংস্কৃতির মধ্য দিয়ে মানবমুক্তি, শোষণমুক্তি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের মন্ত্র তাঁরা শিখিয়ে গেছেন। সংস্কৃতির সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের মন্ত্র তাঁরা আমাদের দিয়ে গেছেন। তাঁদের নীতি-আদর্শ থেকে আমরা কখনো পিছপা হবো না। উদীচী সংস্কৃতির সংগ্রামকে আরও জোরদার করবে। অন্যায়, অসত্য, শোষণ, বঞ্চনা, সাম্প্রদায়িকতা-মৌলবাদের বিরুদ্ধে উদীচীর সংগ্রাম চলবে।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি প্রবাল দে’র সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, শিক্ষক-সংস্কৃতিজন দীপক চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, সহ সভাপতি বিধান বিশ্বাস, তপন শীল ও সুমন সেন, সহ সাধারণ সম্পাদক জয় সেন ও ভাস্কর রায়, অর্থ সম্পাদক বাবলা চৌধুরী, সম্পাদকম-লীর সদস্য রমেন দাশগুপ্ত এবং সদস্য সালমা জাহান মিলি। বিজ্ঞপ্তি