উত্তর কাট্টলী সিডিএ আবাসিকে ফার্নিচার দোকানে আগুন

ছবি : সংগৃহীত

সুপ্রভাত ডেস্ক »

নগরের উত্তর কাট্টলী সিডিএ আবাসিক পদ্ম পুকুর পাড় এলাকায় ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুনে ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপসহকরী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক বলেন, রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।