রফিক উদ্দিন বাবুল, উখিয়া >>
কক্সবাজারের উখিয়া টেকনাফ জুড়ে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অতিবর্ষণে পাহাড়ি ঢল, পাহাড় ধ্বস ও বানের পানিতে তলিয়ে গিয়ে গত ২৪ ঘন্টার ব্যবধানে নারী-শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। এদের মাঝে বুধবার ভোররাতে পাহাড় ধ্বসে মাটিচাপায় টেকনাফের হ্নীলা পাহাড়ের পাদদেশে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পে দুটি পরিবারে ৫ জন নিহতের মর্মান্তিক ঘটনা ঘটে। বাকিরা পৃথক ভাবে পাহাড় ধ্বস ও বানের জলে তলিয়ে মারা যায়। গত তিনদিনের অব্যাহত বৃষ্টির ফলে জেলার প্রতিটি এলকায় পানিবন্দি অবস্থায় দুর্ভোগে রয়েছে কয়েক লাখ মানুষ। পালংখালীর তাজনিমারখোলা আব্দুল লতিফ ওয়াক্ফা এস্টেট এর মালিকানাধীন প্রায় ৭শত একর চিংড়িঘের তলিয়ে গিয়ে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। উপজেলা প্রশাসন বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রিত ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে খাবার বিতরণ অব্যাহত রেখেছে।
টপ নিউজ