চন্দনাইশ প্রতিনিধি
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঈদ সাম্যের বার্তা বহন করে। সমাজের সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করলে ঈদের প্রকৃত সৌন্দর্য আরও ফুটে ওঠে।
বুধবার (২ এপ্রিল) বিকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদে এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, রোজার মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, ঈদকে সামনে রেখে আমরা নতুন পোশাক পরিধান করে এক নতুনভাবে জীবনে পথচলার সংকল্প গ্রহণ করি। রমজান মাসে যে রোজার মাধ্যমে আমরা ধৈর্য, সংযম এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা গ্রহণ করি তা ঈদুল ফিতরের মাধ্যমে উদযাপন করি।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, সমাজের বৃত্তবান লোকেরা যদি অসচ্ছল মানুষের পাশে দাড়ালে দেশ ঘুরে দাড়াতে খুব বেশি সময় লাগবেনা। উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে দলমত নির্বিশেষে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আল্লাহ ভীতি রাষ্ট্রের সম্পদ চুরি করার মানসিকতা পরিহার করার শিক্ষা দেয়। দেশের চিন্তাশীল আলেম ওলামাদের সাথে নিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালিত হলে একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার সহায়ক ভূমিকা রাখবে।
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ তাহের আজিজী, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. আবু তৈয়ব, চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আবু তাহের, মাওলানা শোয়াইব, মাওলানা নাছির উদ্দীন ও মাননীয় ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার মুরাদাবাদ গ্রামের প্রাচীনতম জামে মসজিদ বায়তুল ঈমান জামে মসজিদের ইমাম-খতিব মাওলানা নাছির উদ্দীনকে ২যুগ কৃতিত্বের সাথে ইমামতির মহান দায়িত্ব পালন করায় সম্মাননা এবং নগদ অর্ধ লক্ষ টাকা ঈদ উপহার প্রদান করা হয়। এছাড়া নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষথেকে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।