ঈদ শেষে চট্টগ্রাম ফিরছেন ঘরমুখো মানুষ

ঈদের ছুটি কাটিয়ে নগরে ফিরছে মানুষ, চট্টগ্রাম নগরের একেখান মোড়ে দেখা গেছে এমন চিত্র

সুপ্রভাত ডেস্ক »

ঈদের ছুটি শেষে বন্দর নগর চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। সকাল থেকেই, বিশেষ করে ভোরের পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে নগরের এ কে খান মোড়, অলংকার, দামপাড়া বাস টার্মিনালে যাত্রীদের ভিড় জমতে থাকে।

ঈদ উপলক্ষে অনেকেই বিভিন্ন স্থান যেমন কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকত, খুলনা, বরিশাল ও অন্যান্য দক্ষিণাঞ্চলীয় জায়গায় ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণ শেষে পরিবার পরিজনসহ তারা নির্বিঘেœ বাস টার্মিনালে এসে পৌঁছেছেন এবং নিজ নিজ গন্তব্যে ফিরছেন। সকাল হতে না হতেই এসব যাত্রী তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর প্রক্রিয়া শুরু করেন।

বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, গত রাত থেকেই বিভিন্ন স্থান থেকে যাত্রীদের আসা শুরু হয় এবং সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। সাধারণত ঈদের ছুটি শেষে আজই সর্বশেষ দিন হিসেবে ধরা হচ্ছে, কারণ আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে সরকারি সকল দপ্তর ও অফিস আদালত খুলবে।

আজকের দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে চট্টগ্রাম ফিরে আসার শেষ সুযোগ বলে মনে করছেন অনেকে, বিশেষ করে যাদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে কাজ বা পড়াশোনার জন্য আছেন।