ঈদ পরবর্তী ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

সুপ্রভাত ডেস্ক »

আজ রোববার (৩০ মার্চ) ঈদ পরবর্তী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। এদিন বিশেষ ব্যবস্থায় আগামী ৯ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্রেজানা গেছে,  রোববার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। অপরদিকে, রোববার  দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

এবারও ঈদ উপলক্ষে ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, তবে বিশেষ ব্যবস্থার কারণে টিকিট রিফান্ডের কোনো সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে, ঈদের পরের ট্রেনগুলোর টিকিট বিক্রি হয়েছে নিম্নলিখিত তারিখে—

৩ এপ্রিলের টিকিট: ২৪ মার্চ

৪ এপ্রিলের টিকিট: ২৫ মার্চ

৫ এপ্রিলের টিকিট: ২৬ মার্চ

৬ এপ্রিলের টিকিট: ২৭ মার্চ

৭ এপ্রিলের টিকিট: ২৮ মার্চ

৮ এপ্রিলের টিকিট: ২৯ মার্চ

৯ এপ্রিলের টিকিট: ৩০ মার্চ (শেষ দিন)

বাংলাদেশ রেলওয়ের এই বিশেষ ব্যবস্থাপনার ফলে যাত্রীরা নির্বিঘ্নে ঈদ পরবর্তী ট্রেনযাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।