ঈদ জামাতে ৬৫ হাজার বর্গফুটের শামিয়ানা জমিয়তুল ফালাহ মাঠে

সুপ্রভাত ডেস্ক »

নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি দেখে সন্তোষ জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৮ মার্চ) বিকেল পৌনে তিনটায় মাঠে আসেন তিনি। শামিয়ানাসহ প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

মহানগর ডেকোরেটার্সের স্বত্বাধিকারি কামরুল আলম চৌধুরী  জানান, ঈদের জামাতের জন্য ১৮ দিন ধরে ৩০ জন শ্রমিক কাজ করছেন। এবার ৬৫ হাজার বর্গফুটের চেয়ে বড় শামিয়ানা তৈরি করা হচ্ছে। বৈদ্যুতিক পাখা দেওয়া হচ্ছে ১৪০টি। মাইকের হর্ন ৭০টি। মেঝেতে ত্রিপল ও কার্পেট বিছানো হবে।

মেয়র বলেন, গরম পড়ছে ঈদ জামাতে তাই পাখাসহ সব কিছুর ব্যবস্থা রাখছি। মুসল্লিরা যাতে সহজে বের হতে পারে তার জন্য ফটক বড় করা হচ্ছে। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নগরের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত ঈদ জামাতের পাশাপাশি একে খান, মোহরাসহ কয়েকটি নতুন জায়গায় ঈদ জামাত হবে।

জমিয়তুল ফালাহ মাঠে সকাল আটটায় প্রথম জামাত, পৌনে নয়টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তিনি নগরবাসীকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষায় পলিথিন, ককসিট, আবর্জনা যত্রতত্র না ফেলার আহ্বান জানান মেয়র।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা আবু বক্কর, ডা. এমএম সরওয়ার আলম, মেয়রের একান্ত সচিব মারুফুল হক,  চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ প্রমুখ।