ঈদে পুলিশ সদস্যদের ছুটি নেই: স্বরাষ্ট্র সচিব

সুপ্রভাত ডেস্ক »

আসন্ন ঈদে পুলিশ বাহিনীর সদস্যদের ছুটি নেই, ফলে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘সতর্ক’ অবস্থানের কারণে ঈদের সময়ে অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার শঙ্কা দেখছেন না তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাসিমুল গণি বলেন, “আমাদের পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। ঈদের বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সেখানে বাস মালিক সমিতি, পরিবহন সমতি, তাদের সহযোগিতা নিয়ে আমরা নিরাপদের চেষ্টা করছি।”

পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের তো ২৪ ঘণ্টাই ডিউটি। থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল দিবারাত্র চলেছে, ২০২৪ সালের আগে এই দেশে আর কোনোদিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।

বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঈদযাত্রা নির্বিঘ্ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, হাইওয়ে পুলিশ সচল আছে। ঈদের ছুটিতে যারা বাসা ছেড়ে যাবেন, তারাও নিশ্চিন্তে থাকবেন।

কোনো সমস্যা পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার পরামর্শও দিয়েছেন তিনি। এই নম্বরে ফোন করে কাজ হয় কী না সেটি তিনি নিজেও পরখ করে দেখেছেন বলে জানিয়েছেন সিনিয়র সচিব।