সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর। ঈদ উপলক্ষ্যে আসছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাসান জাহাঙ্গীর ও অবন্তী সিঁথির দ্বৈত গান ” তুমি আমায় ডেকো”। হৃদয় ছোঁয়া কথামালা ও সুরের মিশ্রণে তৈরী গানটি প্রেম, অনুভূতি ও আকাঙ্ক্ষার এক অনন্য প্রকাশ।
এন আই বুলবুল এর কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানচিত্রে হাসান জাহাঙ্গীর এর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ববিতা ইসলাম আফিয়া। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা আলামিন হোসাইন।
গানটির প্রসঙ্গে শিল্পী হাসান জাহাঙ্গীর আশাবাদ ব্যক্ত করে বলেন, “রোমান্টিক প্রেমের গান এটি। কথা ও সুরে প্রেম ভরপুর। গানের কথার সঙ্গে সমন্বয় করে নান্দনিক চিত্রায়ন এবং আবেগপূর্ণ পরিবেশনায় মিউজিক ভিডিওটি তৈরী করা হয়েছে। আশা করি গানটি দর্শক- শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।”উল্লেখ্য হাসান জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে গানের পাশাপাশি আবৃত্তি এবং থিয়েটারের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
সঙ্গীতপ্রেমীরা মিউজিক ভিডিওটি হাসান জাহাঙ্গীর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ Hasan Jahangir Productions এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন। আসন্ন ঈদে প্রিয়জনদের সাথে শেয়ার করার মতোই একটি মিউজিক ভিডিও ” তুমি আমায় ডেকো”।