সুপ্রভাত ডেস্ক »
ঈদ এলেই কর্মব্যস্ত চট্টগ্রাম হয়ে যায় ফাঁকা, আর এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ঈদের ছুটিতে হাজারো মানুষ প্রিয়জনের টানে গ্রামে ছুটে গেছেন, ফলে চট্টগ্রাম পরিণত হয়েছে এক নীরব নগরে। নগরের ব্যস্ত সড়কগুলোতে নেই চিরচেনা যানজট, ফুটপাতে নেই পথচারীদের ভিড়। কর্মব্যস্ত নগর যেন বিশ্রামে গেছে।
ফয়েজলেক সী ওয়ার্ল্ড থেকে তোলা ছবি
মঙ্গলবার (১ এপ্রিল) ঈদুল ফিতরের দ্বিতীয় দিন নগরের অল্প সংখ্যক মানুষ যারা এখনো চট্টগ্রামে রয়েছেন, তারা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বা ঘুরতে বেরিয়েছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত, বাটালি হিল, চিড়িয়াখানা, ফয়’স লেক সি ওয়ার্ল্ড প্রভৃতি বিনোদন স্পটে।
ছুটির কারণে লোকসমাগম কম থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। তবুও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গণপরিবহন স্বল্পতার কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া তুলনামূলক বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।
সাধারণত কর্মব্যস্ত এই নগর ঈদে ফাঁকা হয়ে গেলে এক অন্যরকম সৌন্দর্য ধারণ করে। নিরব, শান্ত এবং পরিচ্ছন্ন চট্টগ্রামে ঈদের প্রশান্তি যেন আরও গভীর হয়।