ঈদের দিন
জাহেদ কায়সার
চাঁদ উঠেছে দূর আকাশে
বাজছে খুশির বীণ,
দেশ জুড়ে বেশ হৈ হুল্লোড়
আজ যে ঈদের দিন।
ঘরে-ঘরে ফিরনি পায়েস
হাওয়ায় ভাসে ঘ্রাণ,
রোজার শেষে ঈদটি এসে
জাগায় সবার প্রাণ।
শিশু-কিশোর, বৃদ্ধ-যুবক
রঙ-বেরঙের সাজ ,
ঈদগাহেতে যাচ্ছে তারা
ঈদের দিনে আজ।
ধনী গরিব-শত্রু মিত্র
সব ভেদাভেদ ভুলি ,
ঈদগাহেতে কাধ মিলিয়ে
করছে কোলাকুলি।
ঈদের খুশি সবার মনে,
হাসি খুশির ঢেউ,
খোকা খুকু-ছেলে বুড়ো
বাদ যায় না কেউ।
এমনি করে বছর ঘুরে
ফিরে আসে ঈদ,
সবার মাঝে দেয় ছড়িয়ে
ভালোবাসার ভিত।
চাঁদনি রাতে
সাদমান হাফিজ শুভ
ড্যাবড্যাবিয়ে চুপিসারে
ওই না আকাশ পাড়ে,
রুটির মতো গোলগালে এক
চাঁদ যে উঁকি মারে।
পুকুর-ঝিলে চাঁদের ঝিলিক
খাচ্ছে লুটোপুটি,
উৎসবে তাই রুই-কাতলের
লেগেছে খুনশুটি।
খবর পেয়ে পুকুর ঘাটে
আসছে খোকনসোনা,
বউ কথা কও বউ কথা কও
সুরের আনাগোনা।
আলো-ছায়া করছে খেলা
চাঁদের হাসি ঘিরে,
ইচ্ছে খোকার হারিয়ে যাবে
লক্ষ তারার ভিড়ে।
চাঁদ উঠেছে
শাহজালাল সুজন
দূর গগনে উঠছে দেখো
বাঁকা ঈদের চাঁদ,
ঝিলিমিলি তারার সাথে
গল্প করবো রাত।
খুশির হাওয়া বইছে ফুলে
কি চমৎকার ঘ্রাণ,
জোনাকিরা আলো ছড়ায়
সাথে ঝিঁঝিঁ গান।
ঈদের জামা পেয়ে খুকির
ঘুমটা গেলো দূরে,
তাই তো খুকি ছড়ার ছন্দে
উঠান মাতায় সুরে।
নতুন জামা পরবে খুকি
ঈদগাহ্ তে যাবে,
স্বপ্ন দেখে চাঁদের আলোয়
সেমাই কোর্মা খাবে।