সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন লাসিথ মালিঙ্গা ও যশপ্রীত বুমরা। তরুণ ভারতীয় পেসারকে ইয়র্কার শিল্প রপ্ত করিয়েছেন মালিঙ্গা। বুমরা সব সময়েই সেই কথা স্বীকার করে এসেছেন। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার হ্যান্ডলে তিনি জানিয়েছেন, মালিঙ্গাই বিশ্বে সব চেয়ে ভাল ইয়র্কার দেন।
তার আইপিএল দলের টুইটার হ্যান্ডলে বুমরা বলেছেন, ‘ক্রিকেটবিশ্বে সব চেয়ে ভাল ইয়র্কার দেয় মালিঙ্গা। বহু দিন ধরে একই ধারাবাহিকতা রেখে গিয়েছে। নিজের প্রতিভাকে এ ভাবে কাজে লাগানো সহজ নয়।’
আইসিসি-র ওয়েবসাইটে সম্প্রতি করোনা পরবর্তী পরিস্থিতির ক্রিকেট নিয়েও প্রতিক্রিয়া দিয়েছিলেন বুমরা। তিনি জানেন, উৎসবের ভঙ্গি পরিবর্তন হতে পারে। জড়িয়ে ধরা অথবা ‘হাই ফাইভ’ (হাত স্পর্শ করা) করা যাবে না। তাতে সমস্যা নেই তার। কিন্তু সুইং করানোর জন্য বল পালিশ করার পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে তার। বলছিলেন, ‘আমি কখনও বেশি উৎসব পছন্দ করি না। উইকেট পাওয়ার পরে সেই অনুভূতিই আমাকে খুশি করে। বাড়তি উচ্ছ্বাস দেখানোর প্রয়োজন পড়ে না।’ কিন্তু বল পালিশ করার ভঙ্গি নিয়ে তার বক্তব্য, ‘করোনা পরবর্তী পরিস্থিতিতে কী ধরনের নিয়ম পালন করা যাবে জানি না। কিন্তু থুতুর পরিবর্ত পদ্ধতির প্রয়োজন। যা সুইং করাতে সাহায্য করবে।’
বুমরা আরও বলেন, ‘প্রত্যেকটি মাঠ দিনের পর দিন ছোট হচ্ছে। পিচ পাটা হয়েই চলেছে। বোলাররা কী ভাবে সাহায্য পাবে? এমন কোনও পদ্ধতি অবলম্বন করতে দেওয়া উচিত, যাতে ক্রিকেটের ভারসাম্য বজায় রাখা যায়।’
খবর : আনন্দবাজার’র।
খেলা