সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
মহামারি করোনার প্রভাব পড়েছে ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেও (ইসিবি)। করোনায় প্রায় ২০ কোটি পাউন্ড ক্ষতি হয়েছে ইসিবির। তাই গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইলিংশ বোর্ড। করোনার এই ক্ষতি সামলে নিতে ঘরের মাঠে একের পর এক সিরিজ আয়োজন করছে ইংল্যান্ড। তবুও প্রায় ২০ কোটি পাউন্ড ক্ষতির মুখে ইসিবি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ২০১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
মঙ্গলবার বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে জানান, এ বছরই ১০ কোটি পাউন্ডের বেশি লোকসান হচ্ছে তাদের। আগামী বছর এই লোকসানের অংক ছাড়িয়ে যেতে পারে ২০ কোটি পাউন্ডে।
ফলে খরচ কমাতে এক ধাক্কায় ৬২ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। এছাড়া ওয়ার্কফোর্স বাজেটের ২০ শতাংশ কাটারও প্রস্তাব করা হয়েছে।
সব মিলিয়ে এখন বড় সংকটে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডটি। তার মধ্যেও ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করছে তারা। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষ করেছে। এখন খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ।
বায়ো সিকিউর পরিবেশ সাজিয়ে যেভাবে একের পর এক সিরিজ আয়োজন করছে, তাতে প্রশংসা পাচ্ছে ইসিবি। অপরদিকে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।