সুপ্রভাত বিনোদন ডেস্ক »
টালিউডের এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। বলা যায়, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করেচ ফেলেছেন ইতোমধ্যে। সদ্যই মুক্তি পেয়েছে ইশা সাহা অভিনীত ছবি ‘অপরিচিত’। সেই ছবির প্রচারে বেশকিছু সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে খোলামেলা নানান কথা বলেছেন ইশা।
নিজের সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি খুব অলস, অসামাজিক। কাজ না থাকলে আমি বাড়ি থেকে খুব একটা বের হই না। আমার ফ্রেন্ড সার্কেলে ৩-৪ জন আছে। তাই আমার সীমানাটাও খুব ছোট।’
পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিজে তার কোনো বন্ধু আছে কি না। জবাবে অভিনেত্রী বলেন, ‘বন্ধু যদি বলেন, তাহলে সত্যি বলতে নেই। যত পরিণত হই, তত বন্ধুত্বের সংজ্ঞাটা পাল্টে যায়। স্কুলে যেমন সবাই বন্ধু হয়ে যায়। এখন সেটা নেই। কাজের জায়গাতে অনেকের সঙ্গেই কথা বলি, কিছু ব্যক্তিগত কথাও হয়ত বলা যায়। তবে বন্ধুত্বে আরেকটু সময় লাগে। আমার একটু বিশ্বাস করতে সমস্যা হয়। আমার ভরসা করতে সময় লাগে। আমি হয়ত মানুষটাই এইরকম।’
ইশা আরও বলেন, ‘আমি দেখেছি হুট করে কাউকে বিশ্বাস করতে নেই, পরবর্তীতে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না। সেজন্য আমার সময় লাগে। সে সময়টা এখন খুব বেশি কেউ দিতে পারে না। সকলেই লাইফে খুব দ্রুত এগোচ্ছে। অনেকের সঙ্গেই কথা বলি, আর যদি ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের কথা বলেন, তাহলে বলব কারোর সঙ্গেই তেমন বন্ধুত্ব নেই। তবে সম্পর্ক ভালো। আমার মিমিদিকে ভালো লাগে, দেখা হয় কথা হয়। পাওলি দি, রুক্মিণী, সকলের সঙ্গেই কথা হয়। তবে বন্ধুত্ব নেই কারো সঙ্গেই।’