সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তাতে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। শেষ চারে খেলার পেছনে বড় অবদান ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ওই টুর্নামেন্টে চাপের মুখে সেঞ্চুরিও ছিল তার।
বয়স বাড়লেও মাহমুদউল্লাহ এখনও দলের বড় ভরসার নাম। সবশেষ বিপিএলেও ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। অভিজ্ঞতা আর ফর্মের বিচারে মাহমুদউল্লাহর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়াটা অনুমিতই ছিল।
কিন্তু ভারতের মতো দলের সাথে প্রথম ম্যাচেই একাদশে দেখা গেলো না মাহমুদউল্লাহর নাম। কেন কী কারণে? গুঞ্জন-জল্পনা নানারকম। বর্তমানে দুবাইয়ে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২ শীর্ষ কর্তা জানালেন, মাহমুদউল্লাহর ডান কাফের (পায়ে) মাসলে ব্যথা। তাই তাকে খেলানো হয়নি। যদিও এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, টিম কম্বিনেশনের কারণেই বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। তাকে রাখলে জাকের আলী বা তাওহিদ হৃদয়ের মধ্যে একজনকে বাদ দিতে হতো। টিম ম্যানেজম্যান্ট সম্ভবত দুই তরুণকেই খেলাতে চেয়েছে। তাই বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। সত্যটা কী! সেটা নিশ্চিত হওয়ার উপায় নেই। তবে টিম ম্যানেজম্যান্ট যদি মাহমুদউল্লাহ ফিট থাকার পরও বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে সেটা ভুল সিদ্ধান্তই বৈকি।