ইনজুরিতে সাকিব

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

বিসিবি নর্থ জোনের বিপক্ষে ওয়ালটন সেন্ট্রাল জোনের দ্বিতীয় ম্যাচে গতকাল কোমরে চোট পেয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এ কারণে আগামীকাল (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সাউথ জোনের বিপক্ষে দলের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না সাকিব।
অবশ্য প্রথম দু’টি ম্যাচ জিতে বিসিএল ফাইনাল খেলা প্রায় নিশ্চিত করে রেখেছে সেন্ট্রাল জোন।
এই টুনার্মেন্ট দিয়েই ক্রিকেটে ফেরেন সাকিব। দলের দু’টি জয়েই অবদান রাখেন তিনি। প্রথম ম্যাচে ইসলামি ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে দলের ২২ রানের জয়ের পেছনে ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নেন সাকিব।
এরপর নর্থ জোনের বিপক্ষে ৩৩ রান ও ১ উইকেট নেন তিনি। ঐ ম্যাচটি ২৮ রানে জিতে সাকিবের দল। ব্যাটিং করার সময় কোমরে ব্যাথা অনুভব করলেও বল হাতে নিজের ১০ ওভার পূর্ণ করেন সাকিব।
সেন্ট্রাল জোন টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সতর্কতা হিসাবে এবং ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে বিশ্রাম দিতে সাকিবকে তৃতীয় ম্যাচে থেকে বাদ দেয়া হবে।
ম্যানেজমেন্টের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, সুস্থ বোধ করলে ফাইনাল খেলতে দলে ফিরবেন সাকিব।